প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২০, ১১:৩৭ পি.এম
ময়মনসিংহ ৫ মোটর সাইকেল সহ আটক ১২ চোর,
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2020/12/IMG_20201205_221105_791.jpg?fit=580%2C280&ssl=1?v=1607189803)
ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ ডিবি’ কর্তৃক ৫টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।জেলা গোয়েন্দা শাখা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পিপিএম (বার)পুলিশ সুপার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এস আই(নিঃ)হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে,গত রাতে অভিযান চলাকালীন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘার কান্দা বাইপাস মোড়স্থ হাজী বাদল মিয়া(৬০)এর মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামক রড সিমেন্টের দোকান সামনে ময়মনসিংহ থেকে ঢাকা গামী মহা সড়কের পাশে আসামীদের হেফাজত থেকে ০৫(পাঁচ) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। উক্ত চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ সহ দেশেরে বিভিন্ন স্থান হতে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছে। কোতোয়ালী মডেল থানায় এস আই(নিঃ) হাবিবুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীরা হলো, শিমুল ইসলাম শিপন(২৬),সাং-হারুয়া (ফিশারি মোড়,থানা সদর,+জেলা-কিশোরগঞ্জ,এ/পি সাং-গরগড়িয়া মাষ্টার বাড়ী শশুর সাইফুল ইসলামের বাড়ী,থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,-আবু বক্কর(৩২),সাং অরাইল উত্তর পাড়া, থানা-সরাইল, মানজু মিয়া(২৩)সাং-ফিদিয়ার কান্দি (দক্ষিনপাড়া),থানা-নাসিরনগর, উভয় জেলা-ব্রাহ্মন বাড়ীয়া,জুনাইদ (২৫)সাং-পূর্ব কৈলান পুর,থানা-বাজিতপুর,জেলা-কিশোরগঞ্জ হেফজু মিয়া(২২),সাং-গুজিয়া খাইল পশ্চিম পাড়া,থানা- নাসিরনগর,মুছা মিয়া(২৫), আকাশ (২৫),উভয় সাং-পনি আউট উত্তর পাড়া থানা-ব্রাহ্মনবাড়িয়া সদর, ইকরাম (২০), শাহাঙ্গীর(২০) উভয় সাং-ফিদিয়ার কান্দি ভূইয়া বাড়ী, আলম মিয়া (২২), মোকারম (২২), উভয় সাং-ফিদিয়ার কান্দি বড় বাড়ী,সর্ব থানা-নাসির নগর, সর্ব জেলা- ব্রাহ্মন বাড়িয়া, রাজিব মিয়া (৩৫), সাংতেতুলিয়া মোড়ল বাড়ী,থানা-গফরগাঁও,জেলা-ময়মনসিংহ। চোরাই মোটর সাইকেল গুলো হচ্ছে,একটি নীল রংয়ের পুরাতন Apache RTR 150 সি সি মোটর সাইকেল।চেচিস নং-MD 624 H018H2A47059,ইঞ্জিন নং-C1A 7239388-মূল্য অনুমান ১০০,০০০/-(এক লক্ষ)-টাকা, একটি লাল রংয়ের পুরাতন Pulsar 150 সি সি, মোটরসাইকেল-যাহার চেচিস নং-MD2DHDHZZSCG06962,ইঞ্জিন নং-DHGBSG16770 মূল্য অনুমান, ৯০,০০০/(নব্বই হাজার) টাকা,একটি ডিসকভার ১২৫ সিসি কালো ও লাল রংয়ের নতুন মোটর সাইকেল,চেসিস নং-PSUB44BY4LTG96491 ইঞ্জিন নং-JZXWLF09391,মূল্য অনুমান, ১,১০,০০০/(একলক্ষ দশহাজার) টাকা, একটি লাল রংয়ের পুরাতন Pulsar 150 সি সি মোটরসাইকেল, চেসিসনং MD2A11CZ1 CCC0 5294 ইঞ্জিন নং-DHZCCC06348, রেজিঃ নং-কিশোরগঞ্জ ল-১১-০৯৭৮, মূল্য অনুমান১,০০,০০০/(একলক্ষ) টাকা,০১ (এক)টি নীল রংয়ের পুরাতন Pulsar,150 সি সি মোটর সাইকেল চেসিস নং MD2A11 CYXHWG91892,ইঞ্জিন নং-DHY WHG90019,রেজিঃনং-ঢাকা মেট্রো, ল-৩৫-৫৭৮৬,মূল্য অনুমান ১,০০,০০০। (একলক্ষ) টাকা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy