ডেস্কঃ
উপ-সহকারি কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ প্রদান করুন দেশের জনগণকে করোনা পরবর্তি দুর্ভিক্ষ হতে রক্ষা পেতে সহায়তা করুন এই শ্লোগানে কুড়িগ্রামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চুড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকার ও পদ বঞ্চিত সকল মেধাবি ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন হয়। এসময় বক্তব্য রাখেন,ডিপ্লোমা কৃষিবিদ এসোশিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান, রাসেল রহমান, আনিছুর রহমান এবং সাইদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পদে বৈষম্যের শিকার হয়ে ঢাকাসহ ৩০টি জেলায় একযোগে আজ এই মানববন্ধন,স্বারকলিপি এবং খোলা চিঠি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও তারা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা পদে চলতি বছরের ১৭ জানুয়ারীতে উত্তীর্ণ প্রার্থী ১৬৫০জনের রোল প্রকাশ করা হয়েছে বিধি বর্হিভূত। প্রকাশকৃত তালিকায় জেলা কোটা পুরণ হয়নি বলে তুলে ধরা হয়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করে দ্রুত প্যানেল ভিত্তিক নিয়োগের দাবী জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy