অনলাইন ডেস্কঃ
ভারতের দুটি রাজ্য বিহার ও উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনেই শতাধিক মৃত্যু হয়েছে।
দুই রাজ্যের সরকার একদিনে ১০৭ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। সরকারি সূত্রে জানা গেছে , বজ্রাঘাতে বিহারে ৮৩ জন ও উত্তর প্রদেশে ২৪ জন মারা গেছেন।
বিহারের গোপালগঞ্জ জেলাতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, সেখানে মারা গেছেন ১৩ জন। এছাড়া আরও ২৩টি জেলা থেকে মানুষের মৃত্যু আর ক্ষয়ক্ষতির খবর জানা গেছে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী লোকেশ্বর রায় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যে বজ াঘাতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।
উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সবচেয়ে বেশি ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ও শনিবার বিহারে বজ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যমতে, ২০১৮ সালে ভারতে ২ হাজার তিনশ’র বেশি প্রাণহানি হয়েছে বজ্রপাতে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy