
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একইসাথে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter share
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া সংকোশ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একইসাথে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
Surjodoy.com
রবিবার (৩০ মে) আনুমানিক দুপুর ২ টার দিকে বলদিয়া ইউনিয়নের, বলদিয়া বাজার সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডের চর-বলদিয়া নামক স্থানে, পানিতে ডুবে তিন শিশুর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
The Daily surjodoy
স্থানীয় সূত্রে জানা যায়, তারা একই গ্রামের অর্থাৎ একই ওয়ার্ডের (৮ নম্বর ওয়ার্ড) বাসিন্দা ছিলো। দুপুর আনুমানিক ২ টার দিকে উক্ত এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া (৫), অপুর মেয়ে শেফালী আক্তার (৫) এবং জহুরুল ইসলামের মেয়ে জেসমিন একইসাথে পাশ্ববর্তী নদীতে গোসল করতে যায় এবং সাঁতার না জানায়, একপর্যায়ে তিনজনই নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
The Daily surjodoy
বলদিয়া ইউনিয়নের অন্তর্গত কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply