1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
দীর্ঘদিন হাসপাতালের জেনারেটর বিকল  চিকিৎসা সেবা ব‍্যাহত
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

দীর্ঘদিন হাসপাতালের জেনারেটর বিকল  চিকিৎসা সেবা ব‍্যাহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ৮.২২ পিএম
  • ২৩৭ বার পঠিত

দীর্ঘদিন হাসপাতালের জেনারেটর বিকল  চিকিৎসা সেবা ব‍্যাহত

আমির হোসেন(বাউফল) প্রতিনিধি:

Facebook Twitter share

পটুয়াখালীর বাউফলে ৫১ শয‍্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জেনারেটর দীর্ঘ দিন যাবৎ বিকল থাকার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে ২০১৩ সালে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরুর এক বছরের মাথায় নষ্ট হয় জেনারেটর। ছয় বছর ধরে বিকল জেনারেটর মেরামত না করায় বিদ্যুৎ বিভ্রাট হলেই সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসক ও রোগীরা।

Surjodoy.com

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ৫১ শয্যার কার্যক্রম শুরু হয়। এ সময় নতুন ভবনে একটি জেনারেটর স্থাপন করা হয়। মাত্র এক বছরের মাথায় জেনারেটর বিকল হয়ে যায়। এরপর থেকে রোগী ও চিকিৎসকরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।

The Daily surjodoy

সরেজমিনে গেলে একাধিক রোগী জানান, বিদ্যুৎ চলে গেলেই ভোগান্তি শুরু হয়। রাতে রোগীদের আলোর ভরসা মোমবাতি । আর গরমে হাতপাখার উপর ভরসা করতে হচ্ছে তাদের। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্স নিজেদের মুঠোফোনের আলোয় দায়িত্ব পালন করেন।

The Daily surjodoy

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবিকা বলেন, ডেলিভারীর সময় বিদ্যুৎ চলে গেলে মহাবিপদ হয়। তখন ওষুধের পুরানো কার্টন দিয়ে পাখা তৈরি করতে হয়। আর মুঠোফোনের আলোয় প্রসূতির ডেলিভারী করতে হয়।

The Daily surjodoy

আউটডোরে গিয়ে দেখা যায়, একাধিক চিকিৎসক নিজের টাকায় চার্জার ফ্যান ক্রয় করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ এস এম সায়েম ও আকতারুজ্জামান বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর অসহ্য গরম সহ‍্য দায়। তাই আমরা নিজেদের টাকায় চার্জার ফ্যান ক্রয় করেছি। জেনারেটর বিকল থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী প্রসূতি সেবা (ইওসি) বিভাগ চালু করা যাচ্ছে না।

The Daily surjodoy

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, নষ্ট জেনারেটর মেরামতের জন্য একাধিকবার পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

The Daily surjodoy

তাই ভোগান্তির শিকার সকল চিকিৎসক ও রোগীদের দাবি জেনারেটর মেরামত করা হোক নতুবা সৌর প‍্যানেল সংযোগ দিয়ে অন্ধকার থেকে পরিত্রান দেয়া হোক এমনটাই প্রত‍্যাশা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews