প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৯:০২ পি.এম
লকডাউনে কঠোর অবস্থানে খানসামা থানা পুলিশ

লকডাউনে কঠোর অবস্থানে খানসামা থানা পুলিশ
তাজ চৌধুরী, দিনাজপুর ব্যুরো
দিনাজপুর জেলার খানসামা উপজেলার লকডাউনে কঠোর অবস্থানে মাঠে নেমেছে খানসামা থানা পুলিশ।
রবিবার ৪ এপ্রিল উপজেলার প্রতিটি সড়কে, গুরুত্বপূর্ণ স্থানসমূহ ও হাটবাজারে টহলরত অবস্থায় দেখা যায় তাদেরকে। খানসামা, পাকেরহাট, চৌরঙ্গী বাজার, রামকলা বাজার সহ বিভিন্ন স্থানে খানসামা থানার পুলিশদেরকে দেখা যায়।
পুলিশের কঠোর অবস্থানের কারনে জনশূন্য হয়ে পড়ে সড়কসমূহ। কাউকে রাস্তায় অযথা ঘুরাঘুরি করতে বা যানবাহন নিয়ে চলাচল করতে দেখা যায় নি। এ ব্যাপারে টহলরত খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন জানান, উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ টহল দিচ্ছে ।
পুলিশের কঠোর অবস্থানের কারনে লকডাউনের এই সময় কোনো আইন লঙ্ঘিত হয়নি। লোকজন সচেতন হচ্ছে ও পুলিশের কঠোর অবস্থানের কারনে রাস্তা ফাঁকা রয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন আরো জানান, লকডাউনের প্রথম দিন থেকে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সরকারি নির্দেশনা অমান্যকারীদের ব্যাপারে আমরা জোরালো ভূমিকা পালন করতে দিনরাত মাঠে কাজ করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy