জান্নাত মীর নিজস্ব প্রতিবেদকঃ
সালমা ও ডনের দ্বৈত গান
সখি’র পর আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন তারকা কণ্ঠশিল্পী সালমা। গানের শিরোনাম ‘তুমি কিসের পাইকার’। এতে সালমার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইকবাল বিন আনোয়ার ডন। একই সঙ্গে গানের কথা লেখা ও সুরও করেছেন এ শিল্পী। শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ পাবে বলে এর শিল্পীরা জানান। এ আয়োজন নিয়ে সালমা বলেন, “করপোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের কর্মকর্তা হিসেবে ডনকে কম-বেশি সবাই চেনেন।
এর বাইরেও তিনি যে একজন সংগীতপ্রেমী মানুষ, গানের চর্চা করে আসছেন বহু দিন ধরে, তা হয়তো সবার জানা নেই। শুধু গান গাওয়া নয়, গীতিকথা লেখা ও সুর সৃষ্টির মাধ্যমেও তিনি মুন্সিয়ানার ছাপ রেখেছেন। ‘তুমি কিসের পাইকার’ গানটি শুনলেই শ্রোতারা তার প্রমাণ পাবেন।” ডন বলেন, ‘এ সময়ের শ্রোতাদের প্রত্যাশার বিষয়টি মাথায় রেখেই গানটি তৈরি করা। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।’