আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার পাইকেছছরা ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সাথে (৫) ফেব্রুয়ারি একি উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির হযরত আলীর মেয়ের সাথে বিবাহ সম্পূর্ণ হয়।বিয়ে শেষে ওই রাতেই আনুমানিক ১২ টার দিকে দুধ কুমার নদী (শহিদুলের ঘাট) নামক স্থানে এই ঘটনা ঘটেছে।
বরের সাথে আসা বরের ফুফাতো ভাই বাবুল (২২) দুধ কুমার নদী সাঁতার কেটে পার হবে মর্মে পাঁচশো টাকার মিষ্টি খাওয়ানোর কথা হয়।পরে মাঝ নদী থেকে ওপারে যাওয়ার জন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে সাঁতার কাটা শুরু করে।কিছু দুর সাঁতরে যাওয়ার পর স্রোতের পানিতে তলিয়ে যায় বাবুল।অনেক খোঁজা খুঁজির পরেও বাবুলের কোন সন্ধান পাওয়া যায় নাই ৬ ফেব্রুয়ারি এই নিউজ লেখা পযন্ত।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনা সম্পর্কে বলেন, সকালে খবর শুনে তাৎক্ষণিক পুলিশ টিম পাঠিয়েছি এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিয়েছিলাম তারা এসে গেছে নাগেশ্বরী ফায়ার সার্ভিস।আবার আসবে কারন নাগেশ্বরীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেই রংপুর ফায়ার সার্ভিস হোটে ডুবুরী দল রওনা হয়েছে তারা এসে উদ্ধারের চেষ্টা করবেন।পুলিশ ঘটনা স্থানে অবস্থান করছে পরিস্থিতি স্বাভাবিক আছে।