সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করে রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন
রিয়াজুল হক সাগর, রংপুর :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করে রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১১ ফেব্রæয়ারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা কমিটির যুগ্ম আহŸায়ক অ্যাড. আনোয়ারুল ইসলাম।
কমিটিতে একেএম ছায়াদত হোসেন বকুলকে আহŸায়ক, অধ্যাপক মোঃ মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, অ্যাড. আনোয়ারুল ইসলামকে যুগ্ম আহŸায়ক করা হয়েছে। কমিটিতে এক নম্বর সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা কমিটির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।
উল্লেখ্য, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ও শোচনীয় হারের পর কেন্দ্র থেকে পহেলা জানুয়ারী রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy