নিরেন দাস :
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় চারজন যাত্রী এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার কেসেরমোড় নামক স্থানের বেগুনবাড়ি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে আতাউর রহমান (৪৭)। আহত ব্যক্তিরা হচ্ছেন, মজিদা বেগম (৪০),তানিয়া খাতুন (১২), ফাতেমা বেগম (৪২) ও আজমিরা আক্তার (১৪)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অটোরিকশাটি রেলগেটে ওঠার পর উল্টে যায়। তখন চারজন নারী যাত্রী ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়। ট্রেন আসা দেখে চালক তাঁর অটোরিকশাটি রেললাইনের ওপর থেকে সরানোর সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, পৌর এলাকার কেসেরমোড় নামক স্থানের বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। এ কারণে সেখানে কোনো গেটম্যান নেই।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আতাউর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy