নিরেন দাস,বিশেষ প্রতিনিধি
ইউসুফ আলীর দুই হাতে কবজি নেই।এই সংগ্রামী ছাত্র চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪২ পেয়ে কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। দরিদ্র মায়ের পক্ষে তার বই কেনার খরচ মেটানোর সাধ্য নেই।
সেই ইউসুফ আলীর দায়িত্ব নিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে তার হাতে বইগুলো তুলে দেন তিনি।
ইউসুফ আলী জানান, আমার বাবা নেই। অনেক কষ্ট করে আমার মা আমাকে লালন-পালন করছেন।
আমার মায়ের পক্ষে বই কিনে দেওয়ার সামর্থ্য নেই। আমি পড়াশোনা বন্ধ করতে চাই না। সেই জন্য জেলা প্রশাসক স্যারের সাথে দেখা করে আমি আমার পরিবারের বিষয়টি বলি। স্যার সংগ্রামী জীবনের কথা জেনে আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন।
আল্লাহর কাছে দোয়া করি, স্যার যেন সবসময় ভালো থাকেন। এমন আজ এমন দয়াময় ডিসি স্যার যদি প্রতিটি জেলায় থাকতেন তবে আমার অসহায়দের লেখাপড়া বন্ধ থাকতো না। আল্লাহতালা ডিসি স্যার কে দীর্ঘ আয়ু দান করুণ এমনটাই বলেন ইউসুফ আলী।
এবিষয়ে জয়পুুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,‘শারীরিক সীমাবদ্ধতা নিয়ে তার পড়াশোনায় অদম্য আগ্রহ অভিভূত হওয়ার মতো। তাৎক্ষণিকভাবে বইয়ের তালিকা অনুযায়ী লাইব্রেরি থেকে সম্পূর্ণ বই এর সেট কিনে এনে তার হাতে তুলে দেওয়া হয়েছে। তার পড়াশোনার বিষয়টি নিয়মিত ফলোআপ করা হবে। সে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করে সকলের জন্য উদাহরণ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy