মীর মোঃ আতিকুজ্জামান, জয়পুরহাট প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
শনিবার (২২ এপ্রিল) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ৫ পিলারের শূন্যরেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস পি গোরাইকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ১৫ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস সি নান্দিকেও মিষ্টি উপহার দেওয়া হয়।এসময় বিজিবি-বিএসএফ উভয়বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস পি গোরাই ভারতীয় বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।