আবুল হাশেম:
রাজশাহীতে পর্যাপ্ত পরিমান সিএনজি পাম্প চালুর করে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহকরণ, বেতন ভাতা বৃদ্ধি ও হালকাযান শ্রমিকদের প্রতি বৈষম্যদূরীকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জেলা হালকাযান শ্রমিক ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আয়োজনে এই মানববন্ধর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন অন্যান্য শ্রমিকনেতা ও সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ শত শত গাড়ি চালক এতে অংশগ্রহন করেন।
মানববন্ধন থেকে রাজশাহীতে দ্রুত সময়ে একাধিক সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবি করেন তারা। পাশাপাশি ট্রাফিক পুলিশ কতৃক হয়রানি বন্ধের দাবি করেন। একই সাথে উদ্ধমূখী দ্রব্যমূল্যের বাজারে প্রচলিত বেতনে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন গাড়ি চালকরা।
এতে গাড়ির মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি তোলেন তারা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেবেন বলে হুশিয়ারী দেন হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy