জিপরুল ইসলাম :
সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার গভীর রাতে উপজেলার মাধাইনগন ইউনিয়নের ওয়াশীন গ্রামের কৃষক তুহিন সরকারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এ বিষয়ে কৃষক তুহিন সরকার জানান, প্রতিদিনের মতো রাত দেড়টা পর্যন্ত গোয়াল ঘর পাহারা দিয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের সময় ঘুম থেকে জেগে দেখি গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরের দল গাভী ও বাছুঁরসহ ৪ টি গরুই চুরি করে নিয়ে গেছে। গরু গুলোর মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা। আমি একজন দরিদ্র কৃষক। গরু গুলোই ছিল আমার একমাত্র সম্বল। গরু গুলো চুরি হওয়াতে আমার আর্থিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে তাড়াশ থানার উপ-পরিদর্শক নিয়ামুল হক জানান, গরু চুরির খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরু চুরি ঠেকাতে এবং চোর ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..