প্রিয় রংপুরবাসী আমি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা গত ০১/০৮/২০২০ ইং তারিখে পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে বাবুখাঁয় একটি জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়ি এবং তাৎক্ষনিক বাড়ি ফিরে ডাক্তারের পরামর্শে আমি ও আমার পরিবারের সকল সদস্য করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করি। গত ০২/০৮/২০২০ ইং তারিখ সন্ধ্যায় আমাদের করোনা শনাক্ত রিপোর্ট পজেটিভ আসে। এমতাবস্থায় বাসায় থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করি।
আমার করোনা আক্রান্ত হওয়ার খবর রংপুর মহানগরীসহ সারাদেশে ছড়িয়ে পড়ে। আমার সুস্থ্যতার জন্য দলমত নির্বিশেষে লাখো মানুষের সহানুভুতি, রোগমুক্তি কামনায় দোয়া, রোজা রাখা, নফল ইবাদত, কোরবানীকরাসহ নগরীর ৩৩টি ওয়ার্ডের সকল মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে মন্দিরে প্রার্থনা করার সংবাদ আমাকে অভিভূত করেছে। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সাথে রংপুরের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ রংপুর ইউনিট কমান্ড মহানগর, জেলা ও সদর, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি, জাতীয় পার্টি জেলা ও মহানগর কমিটি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, আওয়ামীলীগ, বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী, রংপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, নগরীর সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার মহতামিম, শিক্ষকবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুরোহিতগণসহ ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ, নগরীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিটি বাজার ব্যবসায়ী কমিটি, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতিসহ নগরীর অন্যান্য ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন তথা দেশের সর্বস্তরের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Leave a Reply