এক বছরের বেশী সাজাপ্রাপ্ত বিদেশী নাগরিকদের বৃটনে প্রবেশের অনুমতি বা ভিসা
প্রদান না করার সিদ্ধান্ত নিচ্ছে ইংল্যান্ড সরকার। পয়েন্ট-ভিত্তিক ভিসা পদ্ধতি চালু হবার পর এই নিময় কার্যকর হবে বলে
জানা গেছে। বেক্সিট পরবর্তী অর্ন্তবর্তীকালীন সময় পার হয়ে গেলে এই পয়েন্ট-ভিত্তিক ভিসা প্রদান পদ্ধতি চালু করতে
যাচ্ছে বৃটেন। কিভাবে এই বিষয়টি কার্যকর হবে তা বিস্তারিত প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।
এই নিয়মের ফলে বৃটেনে বর্তমানে বৃটেনে অবস্থানকারী কেনা ব্যক্তি এক বছর বা তার বেশী সময় কারাভোগ করা
অপরাধীদের মুক্ত করা বা দেশ থেকে বের করে দেয়ার ক্ষমতা প্রদান করা হবে মন্ত্রীদের।
ছোট খাটো অপরাধে এক বছরের কম সময়ের জন্য শাস্তি প্রাপ্ত হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পাবে
কর্মকর্তারাও।এই পরিবর্তনের ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অপরাধীরাও একরকম সাজা ভোগ করবে যা
এখন করছে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের দেশের মানুষেরা।
বর্তমান নিয়মে ইইউ ব্লকের দেশগুলোর অপরাধীদের ক্ষেত্রে অন্যদের তুলনায় ভিন্ন ভাবে বিবেচনা করা হয় এবং তাদের
কেসগুলো কেস টু কেস বিবেচনা করা হয়।
এই নতুন নিয়মটি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সময় বেশ কিছু নতুন নিয়ম সংযোজন করে পয়েন্ট ভিত্তিক
ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য।