
ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নান্দাইল উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। বিএমএসএফ নান্দাইল উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা শাখা কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃরফিকুল ইসলাম খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃফজলুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রতিনিধি শাহ আলম ভূইয়া । তাছাড়াও সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মী তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধসহ,মত প্রকাশের স্বাধীনতা,অপ-সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এমনকি সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার জন্য গুরুত্বারোপ করা হয়। উক্ত সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও গঠন করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply