মোঃ সোহেল রানা,পটুয়াখালী:
পটুয়াখালীতে ১৩ আগস্ট ২০২০ খ্রিঃ পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম পটুয়াখালী পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের অভিভাবক পরম শ্রদ্ধাভাজন আইজিপি স্যার কর্তৃক বরাদ্দকৃত ০২(দুই)টি নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করেন। এ সময় তিনি শ্রদ্ধেয় আইজিপি স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অতিরিক্ত ডিআইজি ট্রান্সপোর্ট মহোদয়কে ধন্যবাদ জানান। উপস্থিত সকলকে গাড়ি চালনার নিয়ম মেনে চলা এবং ব্যবহার ও রক্ষণাবক্ষেণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সদাশয় সরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে পটুয়াখালী জেলায় গত দুই বছরে ০৭টি ডাবল কেবিন পিকআপ,০১টি মাইক্রোবাস,০১টি মিনিবাস,০১টি ট্রাক,০১টি প্রিজনার ভ্যান, ০১টি এ্যাম্বুলেন্স,০১টি স্পীড বোট ও ০৯টি মোটরসাইকেল বরাদ্দ পাওয়ায় পটুয়াখালী জেলা পুলিশের কাজের মান ও গতি বহু গুনে বৃদ্ধি পেয়েছে এবং এর সরাসরি সুফল পাচ্ছে পটুয়াখালী জেলার সম্মানিত জনসাধারন সহ জেলায় আগত/বসবাসরত অগনিত দেশী-বিদেশী নাগরিকবৃন্দ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..