মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়া সীমান্তে ভাদিয়ালি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় রূপা সহ ইমরান হোসেন (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র সদস্যরা। উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া বাজার থেকে তাকে ভারতীয় রূপা সহ আটক করা হয়।
এ সময় রূপা পাচার কাজে ব্যবহ্নত একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে বিজিবি।রূপা সহ আটক পাচারকারী ইমরান হোসেন দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত বারেস আলীর ছেলে।ভারত থেকে চোরাই পথে আসা রূপা পাচারকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতো বলে বিজিবি’র কাছে তথ্য ছিলো।ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার শরীফ মাহবুব জানান, ভারত থেকে চোরাই পথে রূপার একটি বড় চালান পাচার করে কলারোয়ার দিকে আসছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী সোনাবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে ইমরান হোসেন নামের এক রূপা পাচারকারীকে ৮কেজি ২০০ গ্রাম রূপা ও ব্যবহ্নত একটি ১০০ সিসি প্লাটিনা মোটর সাইকেল সহ আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া রূপার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ২৪ হাজার ৮০০ টাকা আর জব্দকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১লাখ টাকা।
সর্বমোট ৬ লাখ ২৪ হাজার ৮০০ টাকার জব্দকৃত রূপা ও মোটর সাইকেল সহ পাচারকারী ইমরান হোসেনকে কলারোয়া থানায় সোপর্দ করে বিজিবি।
এ ঘটনায় ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার শরীফ মাহবুব বাদী হয়ে কলারোয়া থানায় চোরাচালান পণ্য পাচার আইনে একটি মামলা দায়ের করেন যায় নং (৯) তারিখ ১৪/৮/২০। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বিজিবি’র দায়েরকৃত মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।
Leave a Reply