কাইয়ুম মাহমুদ চলনবিল প্রতিনিধি:
মিলাদ মাহফিল,আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচীর মধ্যদিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুরের সভাপতিত্বে ও সহ-সভাপতি আসাদ উদ দৌলার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ পান্না,সহ দপ্তর সম্পাদক এহসান আলী,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর লাভু,সহ-সভাপতি ফণি ভূষন পোদ্দার,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু স্বপন কুমার রায়,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জিল্লুর রহমান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাসেল,সলঙ্গা থানা মহিলা আওয়ামীলীগের সভাপনেত্রী অনিতা রানী দাস,সলঙ্গা অনার্স কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক,সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক,রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন প্রমুখ। অনুষ্ঠান শেষে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করা হয়।