উম্মে হান্না লিয়া,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে গত ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হলেও পরিশেষে দ্বায়িত্বে অবহেলার প্রমানিত হয়।
এনিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে প্রতিবাদ ও কতৃপক্ষের দ্বায়িত্বে অবহেলার কথাও তুলে অভিযোগ করেন একাধিক জন।
মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর মূড়ালের গত ১৬ই আগস্টের স্থিরচিত্র। ১৫ই আগস্ট গভীর রাত থেকে যা কিনা ছিলো ফুলে ফুলে সাজানো।
কারা এর দ্বায়িত্বে? কারা নিয়েছে রক্ষনাবেক্ষনের ভার? মিলছে না খোঁজ। আসলে সত্যিই কি এরা বঙ্গবন্ধুকে ভালোবাসে নাকি লোক দেখানো!
স্বাধীন বাংলার একমাত্র অর্জণ আমাদের স্বাধীনতা, আর স্বাধীনতার জনক বঙ্গবন্ধু। তার প্রতিকৃতির অবস্থার এমন চিত্র সত্যিই আবাক করার ভাবনা দায়ক বিষয়।
[…] উম্মে হান্না লিয়া,পটুয়াখালী প্রতিনিধ… […]