সুজন সারোয়ার, টঙ্গী
টঙ্গীর উত্তর আউচপাড়া এরশাদ নগর মহাসড়কের পশ্চিম পাশে নিপ্পন গার্মেন্টস লি: এর ফিনিশিং ম্যানেজার বিল্লাল হোসেন বাদলের বিরুদ্ধে বিভিন্ন সময় নারী শ্রমিকদের ধরনের ভয় ভীতি দেখিয়ে কু-প্রস্তাব, রাজি না হলে চাকুরী থেকে বহিস্কারের হুমকী প্রদান করায় তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গার্মেন্টসের ফিনিশিং সহকারি নারী শ্রমিক ছাবিনা ইয়াছমিন (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অগষ্ট ২০২০তারিখ দুপুর ১টার সময় মোসাঃ ছাবিনা ইয়াছমিনকে নিপ্পন গার্মেন্টস লি: এর ফিনিসিং ম্যানেজার বিল্লাল হোসেন বাদল একা পেয়ে জোর করে রুমে ধরে নিয়ে যায়। একা পেয়ে ছাবিনাকে কু-প্রস্তাব দেয় এবং তার ডান হাত ধরে বুকে নেওয়ার চেষ্টা করে। সেখান থেকে কোন মতে দৌড়ে কর্মস্থলে চলে আসে ছাবিনা। ম্যানেজার বিল্লাল হোসেন বাদল বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে থাকেন এবং তাকে বাসায় নিয়ে যাওয়ার চেস্টা করে। তার কু-প্রস্তাবে রাজী না হলে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানোর চেস্টা চালায় বিল্লাল হোসেন বাদল। কু-প্রস্তাবে রাজী না হলে চাকুরী থেকে বহিস্কারের হুমকী প্রদান করে ছাবিনা ইয়াছমিনকে।
মোসাঃ ছাবিনা ইয়াছমিনের স্বামী মোঃ মনির জানান, নিপ্পন গার্মেন্টস লি: এর ফিনিসিং ম্যানেজার বিল্লাল হোসেন বাদল আমার স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিচ্ছে। কু-প্রস্তাবে রাজি না হলে তাকে ওই গার্মেস থেকে ছাটাই করে দিবে। আর যদি তার সাখে রেস্টুরেন্টে ঘুরতে যায় তাহলে তার চাকুরী থাকবে । আমার স্ত্রী কি খারাব তার সাখে ঘুরতে যাবে। এর আগে ম্যানেজার বিল্লাল গাজীপুরে এক শ্রমিক নারীকে ঘুরতে নিয়ে ধরা খেয়ে বিয়ে করেছে।
এবষিয়ে টঙ্গী পশ্চিম থানার এস আই আবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিপ্পন গার্মেন্টস লি: এর ফিনিসিং ম্যানেজার বিল্লাল হোসেন বাদল এর নামে আমার কাছে একটি অভিযোগ রয়েছে। তদন্ত সার্পেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।