শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের ইসলামপুরে বন্যার্ত ও হতদরিদ্র, দু:স্থ মানুষদের জন্য বরাদ্দকৃত গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উত্তোলিত ৬শ’ বস্তা জিআর ও ৩শ’ ২২ বস্তা ভিজিডির চাল বিতরণ না করায় তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে ইসলামপুর পৌরসভার দক্ষিণ দরিয়াবাদ এলাকার একটি গোদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রত্যক্ষ সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পৌরসভার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের মালিকানাধীন মিম এন্টারপ্রাইজের গুদামে সোমবার রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় গোয়ালেরচর ইউনিয়নের দু:স্থ মানুষের মাঝে বিতরণের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদের উত্তোলিত ৩০কেজির ৬শ’ বস্তা জিআর ও ৩শ’ ২২ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়। ৪দিন আগে উত্তোলিত জিআর চালগুলো তাৎক্ষনিকভাবে গোয়ালেরচর ইউনিয়নের দুস্থদের মাঝে বিতরণের কথা থাকলেও চালগুলো উত্তোলনের পর ওই আওয়ামী লীগের নেতার গুদামে মজুদ রাখা হয়। এছাড়াও জব্দকৃত ভিজিডির চালগুলো প্রায় এক মাস আগে উত্তোলন করা হয়েছে।যেগুলো ঈদুল আজহার সময় বিতরণ করার কথা ছিলো।
এব্যাপারে চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, গোয়ালেরচর ইউনিয়নের পরিষদ ভবন না থাকায় দীর্ঘদিন ধরে এ গোদাম থেকেই গোয়ালের চরের মাল বিতরণ করা হয়। মাল বিতরণের দু:স্থ্যদের মাঝে স্লিপ দেওয়ার কাজ চলছে। দুই এক দিনের মধেই মালগুলি বিতরণ করার কথা ছিলো।
এব্যাপারে ঘর মালিক উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম জানান,আমি ঘর গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারমানের কাছে ভাড়া দিয়েছি। এখানো আমার বলার কিছুই নেই।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, বরাদ্দকৃত চাল বিতরণ না করায় সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়াও জব্দকৃত চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য ছিলো কিনা তা তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে মামলা করা হবে।
উল্লেখ্য,গত এপ্রিলে উপজেলার বেলগাছা ও চিনাডুলি ইউনিয়ন থেকেও বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করে প্রশাসন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..