কুড়িগ্রামের উলিপুরে রতন মিয়া (২৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া কাঠালীপাড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল লতিফ খোকার ছেলে রতন মিয়া পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে সবার অজান্তে, শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতন মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply