আসমা আহমেদ:
রাজধানীর বাড্ডায় হিরন সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মেরুল বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
হিরনের বোন রুমা আক্তার জানান, খবর পেয়ে পশ্চিম মেরুল বাড্ডার হুমায়ুনের বাড়ির সামনে থেকে হিরনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের বোনের ছেলে রাজন বলেন, ‘মামার শরীরের বিভিন্ন জায়গায় কোপানো হয়েছে। আমরা খবর পেয়ে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, হিরনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। নিজেদের গ্রুপের মধ্যে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
হিরন শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। পাঁচ বোন চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি আফতাব নগরে থাকতেন। তবে মা, বোন ও পরিবারের অন্য সদস্যরা থাকেন মেরুল বাড্ডায়।