ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াই করে হেরেছে অলিম্পিক লিওঁ। সের্গে জিনাব্রির জোড়া গোলের পর জালের দেখা পেলেন রবের্ত লেখানদোভস্কিও। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।
লিসবেন বুধবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। ইউরোপ সেরার মঞ্চে এই নিয়ে একাদশ বারের মতো ফাইনালে উঠল বায়ার্ন।
শিরোপা লড়াইয়ে আগামী রোববার পিএসজির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা। লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে ফ্রান্সের দলটি।