মোঃ শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আমাবস্যার গণে ও লঘুচাপ এর কারণে টানা কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টির পানিতে পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল গুলো পানিতে ভাসছে, তেমনি গত দুই দিন ধরে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খাসেরহাট বাজার জোয়ারের পানিতে প্লাবিত হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষগুলো চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানি আরও বৃদ্ধি পেয়ে পটুয়াখালীর স্বাভাবিক জোয়ারের তুলনায় আড়াই থেকে তিন ফুট জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে খাসেরহাট পুরো বাজারটি।
মরিচবুনিয়া খাসের হাট বাজারের ইউপি সদস্য ও কাপড় ব্যবসায়ী ও ফ্রিজ টিভি গ্যাস ব্যবসায়ী মোঃ রুবেল মৃধা , ঔষধ ব্যবসায়ী মোঃ মাইনুল ইসলাম, চা ব্যবসায়ী মোঃ খবির হাওলাদার , টিন ব্যবসায়ী মোহাম্মাদ নেছার উদ্দিন সিকদার, ডিস ব্যবসায়ী মোঃ বশির উদ্দিন, সহ একাধিক ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় খাসেরহাট বাজার তাই একাধিক ব্যবসা প্রতিষ্ঠান লাখ লাখ টাকার মালামাল নিয়ে পড়ে বিপাকে। খাসের হাট বাজারের ব্যবসায়ীদের ও এলাকার মানুষের দাবি বাজারের নদীর পাড় দিয়ে যদি একটি ভেরি বাদ থাকে তাহলে এই বাজারের ভিতর পানি প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হতে হবে না।ক্রেতাদের হাটু পর্যন্ত পানির ভিতর দিয়ে বাজার করতে হবে না।