মাসুদুল ইসলাম সবুজ, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের নিকলী থানার এস.আই মিজানুর রহমান, এস.আই শহিদুল্লাহ সহ একদল পুলিশ গতকাল শনিবার ভোররাতে নিকলী সদর ইউনিয়নের পূর্ব গ্রামের চৌধূরী বাড়ির রেদুয়ান চৌধূরী বাদল (৫০) ও তার স্ত্রী সুলতানা বিলকিস (৪৫)কে গ্রেফতার করেছে। উল্লেখ্য রেদুয়ান চৌধূরী বাদল তার আপন ছোট ভাই মাসুদ চৌধূরীর নিকট থেকে ২০১২ সনে বিদেশ নেওয়ার কথা বলে দুই লক্ষ পঁঞ্চাশ হাজার টাকা নিলেও গত আট বছর ধরে তাকে টাকা ফেরৎ দেয়নি। করোনার কিছুদিন আগে রেদুয়ান চৌধূরী বাদল দুই লক্ষ পঁঞ্চাশ হাজার টাকার মধ্যে নব্বই হাজার টাকা দেয়। কিন্তু এ পর্যন্ত গ্রাম্য শালিশ হলেও এর কোন সুরাহা মেলেনি। কোন উপায়ান্তর না দেখে তার ছোট ভাই মাসুদ চৌধূরী কিশোরগঞ্জ আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করে। এ মামলার ওয়ারেন্ট ইস্যু হলে পুলিশ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করার পর গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।
Leave a Reply