অপহরণের ০৭ দিন পর উদ্ধার হয়েছে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ১৬ বছরের এক কিশোরী ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের নেতৃত্বে ২২ আগস্ট রাতে কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর ডাকুয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বাসা থেকে উদ্ধার হয় সে।
এ ঘটনার সাথে জড়িত এক যুবককে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ভেরভেরী গ্রামের সলিম মিয়ার পুত্র সাজু মিয়া (২৫) সে একই গ্রামের এক কিশোরীকে প্রেমেের ফাঁদে ফেলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৬ আগস্ট বাড়ি থেকে নিয়ে যায়।
মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে তার বাবা নিজেই বাদী হয়ে জোরপূর্বক অপহরণ ও সহায়তার অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, অপহৃত কিশোরীকে কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর ডাকুয়া পাড়া গ্রামের একটি বাসা থেকে উদ্ধার ও মূল আসামিকে আটক করা হয়েছে। এবং কুড়িগ্রাম সদর থানায় একটি অপহরণ মামলা রুজু করে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
[…] কুড়িগ্রাম প্রতিনিধি : ভারতের জেলে বন্দি ২৬ বাংলাদেশীকে মুক্তিসহ দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও আটকদের স্বজনরা। সোমবার বেলা ১১টায় চিলমারী-রমনাঘাট সড়কের মানববন্ধনে বক্তব্য রাখেন, নাহিদ হাসান নলেজ, আটক হানিফ ও মানিকের মা মালঞ্চ বেওয়া, খরিশ উদ্দিনের স্ত্রী রাজেদা বেগম প্রমূখ। আটকদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়। বক্তারা জানান, ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৬ নাগরিক বেড়াতে গিয়ে কেউ জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন, অনেকে খামারে শ্রমিকের কাজ করতেন। করোনায় ভারতে ২য় ধাপের লকডাউনে গত ২মে দু’টি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে ৩মে সকালে বাহালপুর এলাকায় ধুবড়ি জেলা পুলিশ আটক করে ৫মে তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা দেয়। এরমধ্যে গত ১ জুলাই পুলিশ হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যায়। চারদিন পর মরদেহ পায় পরিবার। এদিকে ভারতের জেলে বন্দি থাকাদের পরিবারগুলো দিন কাটাচ্ছে খুব কষ্টে। যারা উপার্জন করতো তারাই আটকা পড়ে আছে। তাই তাদের মুক্তি চায় পরিবারগুলো। […]
[…] কুড়িগ্রাম প্রতিনিধিঃ […]