ময়মনসিংহ -(নান্দাইল)- প্রতিনিধি তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তৃতীয়বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আজহারুল ইসলাম কিবরিয়া।
দক্ষিণ জাহাঙ্গীর গ্রামের মৃত সৈয়দ নুরুজ্জামান (হবি)সাহেবের বড় ছেলে সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জনগণের সুখে-দুঃখে পাশে থাকা নির্ভীক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও নেতা বর্তমান সংসদ সদস্যের আস্থাভাজন সৈয়দ আজহারুল ইসলাম কিবরিয়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই লক্ষ্যে আজ রবিবার বিকেলে তার ভক্ত সমর্থকদের নিয়ে এক মোটরসাইকেল শোডাউন, শুভাযাএার আয়োজন করেন দেখা যায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাজার গুলিসহ প্রত্যন্ত এলাকার ভোটারদের মাঝে নির্বাচনের মেসেজ পৌঁছে দেন। বিভিন্ন শ্রেণিপেশার লোকজন একসাথে জড়ো হয়ে মোটরসাইকেল শোডাউন, শোভাযাত্রা এর মাধ্যমে তার নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে ও প্রত্যন্ত হাটবাজার গুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীরপুরের, দক্ষিন জাহাঙ্গীরপুর বাজার,রায়পাশা ভট্টপুর বাজার, রায়পাশা কালির বাজার,বারঘরিয়া নতুন বাজার, বরিল্ল্যা গ্রামের বরিল্ল্যা বাজার, উত্তর জাহাঙ্গীরপুর সিস্টোর বাজার, ধীতপুর মনাপাশা বাজার ও সর্বশেষ তারাপাশা কালিয়ান বাজার ও বাঘের বাজার প্রদক্ষিণ করেন ও জনসাধারণ ও ভোটারের কাছে নির্বাচনী সৌজন্য সাক্ষাত্ করেন ও দোয়া চেয়েনেন।
Leave a Reply