মাসুদুল ইসলাম সবুজ নিজ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০নং জালালপুর ইউনিয়নের জালাপুর সড়কে গতকাল বিকাল ৫টার দিকে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের কয়েক শত পুরুষ ও মহিলারা সংরক্ষিত মহিলা সদস্যা সাবিনা আক্তারের বিরুদ্ধে এলাকার একটি কুচক্রী মহল বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করার জেরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর পক্ষে আব্দুল হারুন রাজু, মোছাঃ তাছলিমা, সাদেক, সখিনা, জরিনা, মমতা, আয়েশা, আনোয়ারা, খুদেজা ও রেশমা সহ কয়েক শত এলাকাবাসী বলেন, গত কিছু দিন আগে এলাকার কুচক্রী মহলটি ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্যা এলাকায় ভালো কাজ করায় তার পিছনে উঠে লেগে পড়ে।
একই সঙ্গে কটিয়াদী কিছু সাংবাদিক তার কাছে চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা না দেওয়ার কারণে ৮নং ওয়ার্ডের প্রতিবন্ধী রেশমা বেগম কে দিয়ে মহিলা সদস্যার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে রেশমা আক্তার এই অভিযোগটি না বুঝে দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট থেকে ফেরত নিয়ে আসেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
৭,৮ ও ৯নং ওয়ার্ড মহিলা সদস্যা সাবিনা আক্তার দাবি করেন, তিনি প্রতিবন্ধী রেশমা বেগমের প্রতিবন্ধী কার্ড দেন বিনা পয়সায়। তিনি আরও দাবি করেন, কটিয়াদী উপজেলার কথিত নামধারি আতিকুর রহমান কাযিন ও মোবারক হোসেন তার নিকট মোটা অঙ্কের টাকা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে বলে তিনি উল্লেখ করেন।