ঠাকুরগাঁও প্রতিনিধি
মহামারি নভেল করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত মানুষের মাঝে সচতেনতা বৃদ্ধির জন্য ও করোনার ভয়াল থাবা থেকে ঠাকুরগাঁও জেলাবাসীকে রক্ষা করার জন্য দিন রাত এক করে কাজ করেছেন এ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডা: কে এম কামরুজ্জামান সেলিম। কোন সন্তান যেনো করোনায় মাকে না হারান এবং কোন মা যেনো সন্তানকে না হারান সে জন্য দিন রাত কাজ করেছেন তিনি। সচেতনতার বাণী নিয়ে, কখনো খাদ্য সামগ্রী নিয়ে জীবনের মায়া তুচ্ছ করে করোনা প্রতিরোধের জন্য চোষে বেড়িয়েছেন সমগ্র ঠাকুরগাঁও জেলা।
কিন্তু অবশেষ করোনার সর্বনাশা থাবা পড়েছে তার ঘরে। যে ঘরের বাতিঘর ছিলো মা। সে মাকেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরোপারে পারি জমাতে হলো করোনা মৃত্যুর মিছিলের সাথে যোগদান করে।
করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের মা রোকেয়া বেগম।
ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রমাসক নূর কুতুবুল আলম স্বক্ষরিত বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন ঠাকুরগাঁও শাখার প্যাডের পাতায় এক শোক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
শোক বার্তায় বলা হয় , ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ২ টা ৩০ মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় করোনা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শোক বার্তায় উল্লেখ করা হয়, জনাব রোকেয়া বেগম অত্যন্ত অমায়িক ও আকর্ষণীয় গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে সকলের নিকট সামাদৃত ছিলেন, তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়ার কলেজ পাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন।
ওই শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রিটিভ সার্ভিস এসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখার কর্মকর্তাগণ।
এছাড়াও জেলার বিভিন্ন সংস্থা, সংগঠন ও জেলার সর্বস্থরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শোক জানিয়েছেন জেলাবাসী।