সহিদুল ইসলাম সোহেলঃ
গত ২০ আগষ্ট ২০২০ ইং তারিখে গারোবাজার ২৪ বল্গস্পোর্ট.কম এ প্রকাশিত”ঘাটাইলে বাপ ছেলের কাছে একই পরিচয়ে মাদক বিক্রি”শিরোনামে প্রকাশিত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,ঘাটাইলের লক্ষ্মিন্দর ইউনিয়নের দুলালিয়া(পাকিস্তান পারা)’র বাসিন্দা সেকান্দর আলী ছেকু।
দৈনিক সূর্যোদয়ে পাঠানো এক বিবৃতিতে সেকান্দার আলী বলেন,সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।সংবাদে উল্লেখিত অভিযোগ গুলোর কোন সত্যতা যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।তিনি বলেন,বর্তমানে আমি এবং আমার পরিবার সামাজিক ধর্মীয় অনুশাসন মেনে স্বাভাবিক ভাবে জীবনযাপন করে আসতেছি।আমি ও আমার পরিবারের কারো মাদক বা অন্য কোন অসামাজিক কার্যকলাপের সাথে সম্পৃক্ততা নেই।একটা সময় আমি অল্পবিস্তর গাজা সেবন করতাম।যেজন্য একবার পুলিশের হাতে গ্রেফতার হই।পুলিশ আমার বয়স এবং অপরাধ বিবেচনা করে শর্ত সাপেক্ষে ভবিষ্যতে আর এধরনের অপরাধে না জড়ানোর অঙ্গীকার করায় আমাকে মুক্তি দেয়।তারপর থেকে আমি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করে আসতেছি।এজন্য মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা তথ্য দিয়ে থাকতে পারে বলে আমার ধারণা।আমি আশা করি ভবিষ্যতে সংবাদমাধ্যমটি সঠিক তথ্য উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।মিথ্যা সংবাদটি প্রচার হওয়ায় আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন কে ব্যহত করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।প্রয়োজনে এলাকায় সরেজমিনে তদন্ত করে খতিয়ে দেখার অনুরোধ করছি।
উল্লেখ্য,উক্ত সংবাদে প্রকাশিত তথ্য এবং ভিডিও চিত্র সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।ভিডিওতে মাদক সংশ্লিষ্টতার কোন প্রমানও নেই।তাই মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম টি ভবিষ্যতে সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরবে বলে বিশ্বাস করি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..