খুলনা ব্যুরো প্রধান
মৎস্য সপ্তাহ পালনের অংশ হিসেবে খাল বিলের অবৈধ নেট পাটা দিয়ে মৎস্য শিকার ও জলাবদ্ধতা সৃষ্টি করছে এক শ্রেনির মানুষ,বার বার মাইকিং সহ সতর্ক্য বার্তা দিলেও মানছে না অনেকেই,এই সমস্ত দখলদারদের উচ্ছেদের জন্য ২৬,৮,২০২০ বুধবার বিকাল চারটা থেকে পানিগাতী মাথা ভাঙ্গা খালে অভিযান চালানো হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিষ্টেট জনাব মাহাবুবুল আলম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্ত্তা জনাব মন্জুরুল ইসলাম,দিঘ লিয় থানা প্রশাষন,ইউ,পি সদস্য আজিজুর রহমান সহ দিঘলিয়া সামাজিক সংগঠন আলোর মিছিলের কর্তা বৃন্দ ,অভিযনে নেট পাটা অপসারণ সহ এক ব্যাক্তিকে জরিমানা করা হয়,ম্যাজিষ্টেট মাহাবুবুল অলম বলেন যতদিন এই দখলদার থাকবে ততদিন আমাদের অভিযান অব্যহত থাকবে
Leave a Reply