পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগরে ষড়যন্ত মূলক মিথ্যা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার সকালে পৌরসভার মানিক দীর গ্রামের রায়হান বিশ্বাসের ছেলে আরিফ বিশ্বাস নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে জানান একই গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে আব্দুল আওয়াল নিখোঁজ হওয়াতে আমার উপর ষড়যন্ত মূলক মিথ্যা অপবাদ দিয়ে সাংবাদিক দের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে হয়রানির করার জন্য মামলা দায়ের পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন আব্দুল আওয়ালের সাথে আমার কোন বিরোধ নেই, আমি কৃষকের ছেলে কৃষি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। বরং আওয়ালের বিরুদ্ধে সুজানগর থানায় নাকি মোটরসাইকেল চুরির মামলা আছে, গ্রেফতার হয়েছিল। এরপর থেকে মাঝে মধ্যে আমাদের বাড়িতে কৃষি কাজ করতো, এলাকার ছেলে হিসেবে আমাকে অনুরোধ করেছিল মোটরসাইকেল যোগে একটু সাতবাড়িয়া এগিয়ে দিতে, আমি মোটরসাইকেল যোগে ওকে সাতবাড়িয়া ইউনিয়নের কুড়ি পাড়া মোড়ে পৌঁছায়ে দিয়ে দোকান থেকে সিমেন্ট কিনে বাড়িতে চলে আসি গত ০৪.০৭.২০২০ ইং তারিখ সকাল ১১ টার দিকে। এরপর তিন দিন যাবত আওয়াল ওর মা, ছোট ভাই ও ওর নানীর সাথে একাধিকবার মোবাইল ফোনে কথা বলেছে, শুনেছিলাম আওয়াল নাকি একটি মেয়ে কে বিয়ে করেছে,বউ নিয়ে বাড়িতে আসবে, ঐ মেয়ের সাথে মোবাইল ফোনে আওয়ালের ছোট ভাই মনির কথাও বলেছে। এরপর তিন দিন অতিবাহিত হওয়ার পর থেকে নাকি আওয়ালের মোবাইল ফোন বন্ধ। এরপর থেকে অনেক জায়গাতেই খোঁজ খবর নিয়ে ওকে আর পাওয়া যায় না। তখন আওয়ালের ফুফা সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের বাবু আওয়াল কে একটা ছেলের সাথে নাকি নৌকা যোগে নদী পার হওয়ার সময় দেখে, নৌকা থেকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যেতে বলেছিল।এ ঘটনার ১৩ দিন পর রাজবাড়ী জেলা পাংশা থানায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের কথা শুনে আওয়ালের পরিবারের সদস্যরা পাংশা থানায় খোঁজ খবর নেয়। আওয়ালের পরিবারের সদস্যদের ধারণা ওটা আওয়ালের লাশ। এরপর থেকে এলাকার কিছু কুচক্র মহল আওয়ালের পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে অপবাদ দিয়ে সংবাদ প্রকাশ করেছে ও মিথ্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সংবাদ সম্মেলনে আরিফের বাবা, মা বলেন, শুধু শুধু আমার ছেলে কে এতো বড় অপবাদ দিচ্ছে, আমরা এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।