বরিশাল প্রতিনিধি: ইজিবাইকসহ নিখোঁজের আট দিন পর বরিশালের গৌরনদীতে খালের মধ্যে থেকে মুখ বাঁধা ভাসমান অবস্থায় মামুন রাঢী (২৯) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের পাশের খাল থেকে ওই ইজিবাইক চালকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার হয়নি।
মামুন রাঢী পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার উত্তর মোরাকাঠী গ্রামের আ. ছালাম রাঢীর ছেলে। মামুন উপজেলার বাটাজোর এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে খালে কচুরিপানার মধ্যে অর্ধগলিত ভাসমান লাশ দেখে বুধবার দুপুর ১টার দিকে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। দুপুর ২টার দিকে মামুন রাঢীর স্বজনরা লাশ দেখে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মামুনের লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
দুর্বৃত্তরা কোনো অজ্ঞাত স্থানে বসে মুখ বেঁধে ইজিবাইক চালককে হত্যা করে রাস্তার পাশের খালে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে ওসি গোলাম ছরোয়ার জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর থেকে মামুন তার নিজস্ব ইজিবাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে আসে। এরপর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর গত ২০ আগস্ট মামুনের বাবা ছালাম রাঢী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।