ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো আইসিইউতে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে। অনেকে ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে এ সময় এক মুমুর্ষ রোগীর অক্সিজেন খুলে ফেলায় এবং ধোয়ায় দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় পুরো ওয়ার্ড কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আইসিইউর রোগীদের সরিয়ে এনে অন্য ওয়ার্ডে রাখা হয়। এ সময় এক রোগীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।