মাসুদুল ইসলাম সবুজ, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুয়া খেলার পাওনা টাকা নিয়ে মো: হযরত আলী (২৮) দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গত শনিবার সকালে মারা গেছেন। পুলিশ ময়না তদন্তের পর গত শনিবার দুপুরে কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। নিহত অটো চালকের গ্রামের বাড়ী পৌর শহরের পূর্ব গাইলকাটার মো: আক্কেল আলীর ছেলে। গতকাল রবিবার নিহত হযরত আলীর স্ত্রী দুই সন্তানের জননীর শাহিদা আক্তার তাঁর স্বামী হারিয়ে এখন পাগল প্রায় হয়ে পড়েছে। কে তাঁর দুই শিশু সন্তানকে দেখবে এ নিয়ে সংশয়ের মধ্যে আছেন। এলকা ও থানা সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে নতুন অটো কেনার জন্য বাড়ী থেকে বের হয় হযরত আলী। বাড়ীর কাছের আক্কাছ আলীর বাগানে পূর্ব হতে একই গ্রামের রানা মিয়া সহ তাঁর দল বলেরা হযরত কে সমস্ত শরীরে আঘাত করে। প্রথমে হযরত কে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গত শনিবার সকালে তাঁর মৃত্যু ঘটে। জুয়ার ৩০ টাকার জন্য শেষ পর্যন্ত হযরত কে প্রাণ দিতে হল। কুলিয়ারচর থানা ইনচার্জ এ.কে.এম সুলতান মাহম্মুদ এ হত্যার সত্যতা স্বীকার করেন। গত কাল রবিবার নিহত হযরতের পিতা আক্কেল আলী বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply