ফেনী প্রতিনিধি:
ফেনীতে দীর্ঘদিন ধরে হাড়ভাঙার চিকিৎসার নামে হাতুড়ে ডাক্তার দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে আলাবকস। চিকিৎসার সরঞ্জামের মধ্যে রয়েছে দা, ছুরি, কাঁচি।
ডাক্তারের পরামর্শ ব্যতিরেকেই ফিজিওথেরাপি দিচ্ছেন চিকিৎসক পরিচয়ে। এতে চরম ক্ষতির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন এ সব ভুয়া হাতুড়ে ডাক্তারের কাছে আসা রোগীরা।
সোমবার ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এবং পাঁচগাছিয়ায় আলাবকস এর তিনটি শাখায় অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মৌমিতা দাস।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহসিন-নূর অমিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় জাহিদ ইকবাল মামুন নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. সাইফ উদ্দিন জুলফিকার নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।