মিহিরুজ্জামান. জেলা প্রতিনিধি সাতক্ষীরা:সাতক্ষীরায় অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রেপ্তার হলেন সাতক্ষীরার বিতর্কিত ও অবৈধ ফেসবুক বেইজড সংগঠনের বেস্ট টিমের কথিত ও ভূূূয়া অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান (বস পাগল) ও তার স্ত্রী সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাড. শাহানওয়াজ পারভীন মিলি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে সাতক্ষীরা শহরের বাসা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করেন পুলিশ।
এর আগে শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে বিতর্কিত ও অবৈধ ওই ফেসবুক বেইজড সংগঠনের বেস্ট টিমের কথিত ও ভূয়া অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাড. শাহানওয়াজ পারভীন মিলির নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে দিনমজুর ও ট্রলি চালক আলমগীরের বাড়ীতে হামলা চালিয়ে ঘরের তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, জমির বন্দকী দলিল সহ মুল্যবান কাগজ ও জিনিসপত্র লুটপাট করে।(৩১আগষ্ট) ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে তাহার সহ মোট ৫ জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা (নং ৭৮)।
এদিকে এঘটনার পর সোমবার সকালে হামলাকারী ও মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে পরানদহা বাজারে মানববন্ধন করে এলাকাবাসী।একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেস্ট টিমের বিরুদ্ধে একের পর এক ভুক্তভোগী ও সাধারণ মানুষের পোষ্ট সহ বেস্ট টিমের কথিত ও ভূয়া অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হতে থাকলে রাতেই যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এস,আই হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলা ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেনের দায়েরকৃত মামলার আসামী হিসেবে বেস্ট টিমের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাড. শাহানওয়াজ পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply