কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা ছিনতাই ও চাঁদা দাবীর অভিযোগে জাতীয় শ্রমিক লীগ উলিপুর পৌর শাখার সভাপতি সোহেল মিয়া ওরফে পাঠান(৩৫)সহ ফরহাদ হোসেন(৩২)কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, জাতীয় শ্রমিক লীগ উলিপুর পৌর শাখার সভাপতি সোহেল পাঠান,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মুকুল মিয়াসহ ফরহাদ হোসেন,মাজু মিয়া(বাইসাইকেল মেকার) ও অপর এক নামীয় অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে অটোরিকশা থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। রাশেদুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের কাছ থেকে গত এক বছর পূর্বে ৫,২০০টাকা চাঁদা নেন অভিযুক্তরা।কিন্তু কিছুদিন পর আবার ১,০৫০টাকা দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় গত ৩১আগষ্ট বিকেলে রাশেদুল ইসলাম অটোরিকশা নিয়ে মসজিদুল হুদা মোড়ে পৌঁছিলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করে অটোরিকশা টি কাড়িয়া(ছিনতাই) নিয়ে যায়।এ ঘটনায় রাশেদুল বাদী হয়ে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান জানান, মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুর ২টায় অভিযান চালিয়ে সোহেল মিয়া ও ফরহাদ হোসেন কে আটক করা হয়।
থানার ওসি(তদন্ত) মোঃ রুহুল আমীন জানান, আটক দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।