আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ বেলকুচি থানার নবাগত ওসি বাহাউদ্দীন এর সাথে বুধবার সকালে বেলকুচি উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় হয়েছে। বেলকুচি থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে গোল ঘরে মতবিনিময়কালে নবাগত ওসি বাহাউদ্দীন
ফারুকী বলেন পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য এক। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক। সাংবাদিকদেও কাজ অপরাধ তুলে ধরা। আর পুলিশের কাজ অপরাধ নির্মুল করা। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন যতদিন বেলকুচিতে থাকবেন ততদিন বেলকুচির অপরাধ দমন সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সব্বোর্চ সেবা দিয়ে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ন মালাকার, সেলিম রেজা, এম,এ, মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জল অধিকারী, বাবু রাজ্জাক, টুটুল শেখ প্রমূখ।