বরিশাল ব্যুরো: বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে নেওয়ার সময় মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রূপাতলী রেডিও স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় রূপাতলী এলাকার ড্রীম লাইফ মাদক নিরাময় কেন্দ্রের মালিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ
নিহত যুবক সুমন খান একই এলাকার মৃত ছত্তার খানের ছেলে। সে মাদক সেবন করতে করতে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে বলেও জানান তার মা। আটককৃতরা হলো, উজ্জ্বল সমাদ্দার, মো. রায়হান, ফজলে রাব্বি, বায়জিদ হোসেন ও আবুল কালাম।
স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির মোল্লা জানান, সুমন একই এলাকার ড্রীম লাইন নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সে ওই কেন্দ্র থেকে পালিয়ে বাড়িতে যায়। খবর পেয়ে মাদক নিরাময় কেন্দ্রের লোকজন তাকে ধরে নিয়ে গেলে সুমনের সাথে তাদের বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা সুমনকে মারধর করে এবং বেঁধে ফেলে। এ সময় জ্ঞান হারিয়ে ফেলে সুমন।
পরে স্বজনরা তাকে শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদক নিরাময় কেন্দ্রের ৫ জনকে ঘিরে রাখে। পরে পুলিশ তাদের আটক করে।
স্বজনরা জানিয়েছেন, সুমনকে চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে দেওয়া হয়েছিল। তাকে ধরে নেওয়ার নামে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন তারা।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, ময়না তদন্তের জন্য সুমনের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের ৫ কর্মচারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।