নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে আরো একটি সফল অভিযান সম্পন্ন হয়েছে।
গত ৪ আগষ্ট মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ীর আওতাধীন মেঘনা নদীর বগচর এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
এসময় প্রায় ষোল হাজার বর্গফুট কারেন্ট জাল(যার আনুমানিক মূল্য ৪৮০০০০/-) ও একটি ইঞ্জিন চালিত নৌকা (যার আনুমানিক মূল্য ৩০০০/-) সহ রতন হাওলাদার(৩২)নামের একজনকে আটক করা হয়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ীর সুযোগ্য অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে,এসআই সোহরাব হোসেন ও এ এসআই মোজাম্মেল হক মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুর নৌ ফাঁড়ী আওতাধীন মেঘনা নদীর বগচর নামক এলাকায় অভিযান চালায়।
এসময় তারা একটি ইঞ্জিন চালিত নৌকায় সাত আটজন লোককে অবৈধ কারেন্ট জাল পাতার প্রস্তুতি কালে ঘেরাও করেন।এসময় বাকী জেলেরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে গেলেও রতন হাওলাদার (৩২)নামের এক জেলেকে আটক করে।এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা এবং প্রায় ১৬হাজার বর্গফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।জব্দ কৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সারে পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছেন ওসি ফারুক হোসেন।
এব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।মামলা নং ১১। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
এবিষয়ে ওসি ফারুক হোসেন বলেন,অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপচেষ্টা অব্যাহত রেখেছে জেলেদের সিন্ডিকেট।তাদের ব্যবহৃত কারেন্ট জাল এক ইন্চি পরিমানের মাছও ধরা পরছে যা অত্যন্ত হতাশাজনক বিষয়। অবৈধ বালু উত্তোলন কারী সিন্ডিকেট সহ যেকোনো মূল্যে অবৈধ ভাবে এই পোনামাছ নিধন বন্ধ করতে অঙ্গীকারবদ্ধ আমরা।এ ব্যাপারে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলেও তিনি জানান।ভবিষ্যতে এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ওসি ফারুক হোসেন গত দুই মাস পূর্বে অফিসার ইনচার্জ হিসাবে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ীতে যোগদান করেন।এই অল্পসময়ের মধ্যেই তিনি এই অঞ্চলের অবৈধ সিন্ডিকেট গুলোকে ছত্রভঙ্গ করার পাশাপাশি ২৮ জন কুখ্যাত জলদ্যস্যুকে আটক করেন।পাশাপাশি প্রায় ছয়টি নিয়মিত মামলা রুজু করা সহ অবৈধ কারেন্ট জাল জব্দ করা,নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং মৎস্য সম্পদ সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসাবে ঢাকা অঞ্চলে আগষ্ট/২০ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ তার হাতে এ পুরষ্কার তুলে দেন।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কৃতী সন্তান ওসি ফারুক হোসেন বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশের কল্যাণে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা করেন মধুপুরের জনগন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..