সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তারা দু’জন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার জন্য দেন। এরপর রাতেই বিষয়টি তাদেরকে নিশ্চিত করা হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের তালিকায় ২৮ নম্বরে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও ২৯ নম্বরে মেয়র আরিফের নাম রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি বলেন, নমুনা জমা দেওয়ার পর জানানো হয়েছে সিটি মেয়র ও আমার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।