1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী। চোর সদস্যকে পুলিশে দেয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউপি সদস্যের বাড়িতে পালতক চোরদের হামলা ও মারধর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত এক সাংবাদিক। জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল 

নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৬.৪৭ পিএম
  • ২৫৮ বার পঠিত
উজ্জ্বল রায়, নড়াইল : 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নড়াইলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহের ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের আয়োজনে এবং ‘প্রাণের শহর নড়াইল’ ফেসবুক গ্রুপের সহযোগিতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক সাংবাদিক আসাদ রহমান, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাসিমা রহমান পলি, ‘প্রাণের শহর নড়াইল’ ফেসবুক গ্রুপের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা কে এম রাহাদ নেওয়াজ, মোনালিসা নিতু, মনিকা-লতা একাডেমির পরিচালক সবুজ সুলতান, মুন্সী রওনক জাহান, মুন্সী ইশরাত জাহান, উর্মি জাহান, সজিব হাসনাত প্রমুখ।

এস এম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ বা নৌকা, চারণকবি বিজয় সরকারের বাড়ি, অরুণিমা রিসোর্র্ট, জমিদার বাড়ি, নড়াইল ভিক্টোরিয়া কলেজ, নিশিনাথতলা, শেখ রাসেল সেতু, নলদী কালি মন্দির, ইছামতি ও কালিয়ার পদ্মবিলসহ দুই শতাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবি জমা পড়ে। এসব ছবি থেকে ছয়জনকে পুরষ্কৃত করা হয়। ‘প্রাণের শহর নড়াইল’ ফেসবুক গ্রুপে গত ৫ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফটো আহবান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন-আহম্মেদ সুজায়েত (চারণকবি বিজয় সরকারের বাড়ি ও অরুণিমা রিসোর্ট), দ্বিতীয় স্থান-রকি (নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি), তৃতীয়-সানিয়া (কালিয়া পদ্মবিল), চতুর্থ-অনুশ্রী পান্ডে সৃষ্টি (ধর্মমঙ্গলা কালিমন্দির ও এস এম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ বা নৌকা), পঞ্চম-বিথি সুলতানা (নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ভবন) এবং ষষ্ঠ-রাতুল হাসান (হাটবাড়িয়া ও রামকান্তপুর জমিদার বাড়ি)।

আয়োজকরা জানান, শিক্ষার্থীসহ তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে অনুপ্রাণিত করতে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরবর্তীতেও বিভিন্ন ধরণের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর আগে গত ২৮ আগস্ট পরিবেশ-প্রকৃতি বিষয়ক ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews