আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার কোন সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকায় ইমান্দিপুর চৌরাস্তা থেকে কাউন্সিলর বাড়ি পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এ দাবি করেন।
ডা. এনামুর রহমান আরও বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সাফল্য রয়েছে। ইতোমধ্যে করোনা পরীক্ষার জন্য ৯০ টি ল্যাব করা হয়েছে। তিনি বলেন, সারাদেশের ন্যায় সাভারেও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সাভারের নামা গেন্ডা ও সাধাপুর রাস্তার কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে তিনি বলেন, এবার বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে। এক কোটি ১২ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।
সাভারের পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।