নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণের অভিযানে নেমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ার করে বলেছেন, ‘শহরের অনেকেই আইন মানেন না। যার যা ইচ্ছা, যা খুশি, তা করেন। কিন্তু এভাবে করা যাবে না।’
মঙ্গলবার ডিএনসিসির আওতাধীন গুলশান-বনানী-বারিধারা এবং প্রগতি সরণিতে এ অভিযান পরিচালিত হয়। গুলশান এলাকায় উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন মেয়র আতিক। এসময় প্রায় শতাধিক অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়।
যেসব ব্যবসা প্রতিষ্ঠান বিনা অনুমতিতে অথবা কর না দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছিল, সেগুলো অভিযানে অপসারণ করা হয়। আর যাদের বৈধভাবে সাইনবোর্ড ছিল, তাদের সাধুবাদ জানান মেয়র। তবে বৈধ ব্যানারের সংখ্যা ছিল নগন্য।
এসময় উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে আতিক বলেন, ‘কীভাবে বিলবোর্ড-সাইনবোর্ড লাগানো যাবে বা যাবে না, তার সবকিছু আইনে লেখা আছে। কিন্তু অনেকেই সেই আইন মানেন না। তাদের যা খুশি, তাই করেন। কিন্তু এমনটা করা যাবে না। এ সিটিতে যা খুশি করতে দেওয়া যাবে না। এ সিটির কিন্তু একজন অভিভাবক আছেন আর সেটি হচ্ছে সিটি করপোরেশন। আপনারা (নগরবাসী) আইনকে শ্রদ্ধা করবেন না, শহরকে ভালোবাসবেন না, তা কিন্তু হবে না। ’
ব্যবসায়ীদের কর দিয়ে সাইনবোর্ড স্থাপনের আহ্বান জানিয়ে আতিক বলেন, ‘আজ, আগামীকাল এবং পরশু— তিনদিন এ অভিযান চলবে। তবে এ অভিযান দিয়ে পুরো ঢাকাকে অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও বিলবোর্ড থেকে উদ্ধার করা যাবে না। তাই আমি ব্যবসায়ীদের আহ্বান জানাবো তারা যেন সাইনবোর্ডের কর পরিশোধ করে এটি লাগান। যারা একদিনও এর সুবিধা নিয়েছেন, তারা যেন সেই কর পরিশোধ করেন। ’
অভিযানে ডিএনসিসির বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।