মানিকগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খুলছে দেশের সবচেয়ে বড় আয়তনের বালিয়াটী জামিদার বাড়ি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে এ জমিদার বাড়িতে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য বিধি মেনে দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটী জমিদার বাড়ির পরিচারক মো. ইব্রাহিম নিশ্চিত করেছেন।
এর ফলে বালিয়াটী জমিদার বাড়িতে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।
বালিয়াটী জমিদার বাড়ির প্রধান কর্মকর্তা গ্যাস কিলন টেকনেশিয়ান সঞ্চয় বড়ুয়া বলেন, করোনা পরিস্থিতিতে এ বছরের ১৯ মার্চ থেকে আমাদের বালিয়াটী জমিদার বাড়ি বন্ধ ছিল।সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশে বুধবার সকাল থেকে আমাদের প্রাসাদ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে আগের মত অনেক লোক একসাথে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।