বিশেষ প্রতিনিধি।
করোনা প্রতিরোধে মা ও শিশু সুরক্ষায় আমাদের অঙ্গিকার এই স্লোগান কে সামনে নিয় আজ কক্সবাজার পৌরসভা ১২ ওয়ার্ড লাইট হাউজ পাড়া এলাকায় কেজি স্কুল প্রাঙ্গনে হুোর্প ফাউন্ডেশন, মাদারর্স ক্লাব এর মিটিং অনুষ্ঠিত হয়েছে। এসময় গরীব ও অসহায় মহিলাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা জন্য ঔশুধ বিতরণ করা হয়। উক্ত বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ারা পারভিন এবং বিশেষ অতিথি সবেক কাউন্সিল’র হুমাইরা বেগম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারা পারভিন বলেন, করোনাভাইরাসের কারণে গর্ভবতী মায়েদের জন্য এই সময়টি ভয় ও অনিশ্চয়তায় ভরে উঠেছে। মনে রাখবেন,
গর্ভবতী মা নির্ভয়ে হাসপাতালে নরমাল ডেলিভারি করাতে পারবেন, তবে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে অধিক সতর্ক হতে হবে। করোনার কারনে সিজার করার কোন নির্দেশনা না থাকলেও, তবে মায়ের জরুরি প্রসুতিসেবার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মা সুস্থ থাকলে নরমাল ডেলিভারি করার পর হাসপাতাল থেকে ৬ ঘণ্টার মধেই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি যেতে পারবেন। তিনি আরো বলেন যেই কোন সময় আমার সহযোগিতা প্রয়োজন হলে সরাসরি বলতে পারবেন আমি সব সময় আপনাদের পাশে আছি থাকবো। পরি শেষে ১৫০ জন গরিব অসহায় মহিলাদের মাঝে ভিটামিন ঔষধ ও ভ্যাজলিং বিতরণ করা হয়। এসময় আরো স্থানীয় ব্যক্তিবর্গ উপস্হিতি ছিলো।
Leave a Reply